ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

নতুন রাজনৈতিক দল নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১৬:৫৪:১৫
নতুন রাজনৈতিক দল নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক : নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, এই দলটি "কিংস পার্টি" হওয়ার সম্ভাবনা নেই।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "নতুন রাজনৈতিক দলের মাধ্যমে রাজনীতিতে আমাদের একটি ইতিবাচক ধারার সৃষ্টি হচ্ছে।" তবে, তিনি আরো বলেন, "শুধু নতুনদের নিয়ে গঠিত বলেই যে সব সমস্যার সমাধান হবে, ব্যাপারটা এমন নয়। জাতিগতভাবে আমাদের পরিবর্তন হতে হবে।"

তিনি আরও মন্তব্য করেন যে রাজনৈতিক দলের সমালোচনা থাকাটা স্বাভাবিক, আর না থাকাটা অস্বাভাবিক। এই প্রসঙ্গে তিনি জানান, "বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার।"

রিজওয়ানা হাসান বলেন, "যে শক্তি দেশের জন্য ইতিবাচকভাবে কাজ করবে, তাদের সবাইকে শুভকামনা।"

এভাবেই তিনি নতুন রাজনৈতিক দলের প্রতি তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, যেখানে সামাজিক ও জাতিগত পরিবর্তনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আদনান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে