ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

গ্রাহকের চাপে নতিস্বীকার না করায় মিথ্যা মামলা: ইস্টার্ন ব্যাংক

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১৬:১৯:০১
গ্রাহকের চাপে নতিস্বীকার না করায় মিথ্যা মামলা: ইস্টার্ন ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলী রেজা ইফতেখার দাবি করেছেন, ব্যাংকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মূলত তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে। তিনি জানান, ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটিকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে, কারণ তারা একটি গ্রাহকের অবৈধ চাপে নতিস্বীকার করেননি।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আলী রেজা ইফতেখার আরও বলেন, ব্যাংকটি আইনি পদক্ষেপ নেবে এই মিথ্যা মামলার বিরুদ্ধে।

এমডি জানান, মামলাটি ২৬ ফেব্রুয়ারি দায়ের হয়েছে এবং এটি ২০১৭ সালের একটি তহবিল আত্মসাতের ঘটনার সাথে সম্পর্কিত। ওই ঘটনার সময়, ব্যাংকের এক সাবেক কর্মকর্তা বহিরাগত প্রতারকদের সঙ্গে যোগসাজশ করে টাকা আত্মসাৎ করেছিলেন। ইস্টার্ন ব্যাংক সেই ঘটনার পর কঠোর ব্যবস্থা নিয়েছিল, দোষী কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছিল, এবং আদালত তাদের দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছিল। তবে, মামলাটি প্রায় ৮ বছর পর দায়ের হওয়ায় এটি সন্দেহজনক মনে হচ্ছে।

ইস্টার্ন ব্যাংক আরও জানায়, ব্যাংকের পরিচালনা এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ২০১৭ সালের ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই, এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা বলে মনে হচ্ছে।

এছাড়া, সংবাদ সম্মেলনে ব্যাংকের লিগ্যাল রিটেইনার ব্যারিস্টার ওমর সাদাত এবং কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান জিয়াউল করিমও উপস্থিত ছিলেন।

আদনান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে