ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি যেভাবে পালালেন

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ০৮:২৭:২৭
আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি যেভাবে পালালেন

নিজস্ব প্রতিবেদক : বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি কারাগার থেকে পলায়ন করেছেন— এমন সংবাদের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ বিষয়টি স্পষ্ট করেছে।

কারা কর্তৃপক্ষ জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি মুনতাসির আল জেমি (২৬), কয়েদি নং-৫১৭৭/এ, পিতা আব্দুল মজিদ, সাং-কালিয়ান, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা গত ৬ আগস্ট ২০২৪ তারিখে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, গাজীপুর থেকে ২০২ জন বন্দির সাথে একত্রে কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যায়। পলাতক বন্দিদের মধ্যে ৮৭ জন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. ফরহাদ হোসন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘটনার পর গত বছরের ১৫ আগস্ট কোনাবাড়ী থানায় মামলা (৪(৮)২৪) দায়ের করা হয় এবং বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সব সংস্থাকে জানানো হয়। এখন পর্যন্ত ৩৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্তসহ মোট ৫১ জন পলাতক বন্দিকে গ্রেফতার করে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। অবশিষ্ট বন্দিদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

কারা কর্তৃপক্ষ আরও জানায়, আবরার হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত মোট ২২ জন বন্দির মধ্যে বর্তমানে ২১ জন কারাগারে আটক রয়েছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে