ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে যারা থাকছেন

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ০৭:৪৭:১৪
নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে যারা থাকছেন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী ২৮ ফেব্রুয়ারি একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে। সেদিন বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সারজিস আলম। নতুন এই দলকে ঘিরে চলছে নানা আলোচনা এবং সমালোচনা, বিশেষ করে দলের শীর্ষ পদে যারা আসবেন তা নিয়ে চলছে নানা গুঞ্জন।

জানা গেছে, নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদ সম্পর্কে অনেকটাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের সাংগঠনিক কাঠামোতে ‘সমঝোতার’ ভিত্তিতে নতুন দুটি পদও সংযুক্ত করা হবে। এই পদগুলোর মধ্যে থাকবেন আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব।

নতুন রাজনৈতিক দলের ঘনিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা সামনের সারিতে ছিলেন, তারা নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসবেন। দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে নেতাদের মধ্যে কোনো আপত্তি নেই। তবে সদস্যসচিব পদ নিয়ে কিছু মতবিরোধ ছিল।

অবশেষে সমঝোতার ভিত্তিতে এই পদে আখতার হোসেনের নাম প্রায় নিশ্চিত হয়ে উঠেছে। তিনি বর্তমানে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে।

এদিকে জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্রশিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জোনায়েদের (শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি) নাম বিবেচনায় রয়েছে।

অন্যদিকে, দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নতুন দলে যুক্ত হতে যাওয়া জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন নেতার সঙ্গে কথা বলে এসব বিষয় নিশ্চিত হওয়া গেছে।

দলটির শীর্ষ ৬টি পদের বাইরে নতুন দলে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব অনিক রায়, মাহবুব আলম ও অলিক মৃ।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে