ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

পুলিশের ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ০৭:১০:২৭
পুলিশের ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও র‌্যাবের দায়িত্ব পালন করা ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। পুলিশ বাহিনীর সাবেক আইজিপি বেনজীর আহমেদ, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া এ তালিকায় রয়েছেন। এছাড়াও, র‌্যাবের সঙ্গে যুক্ত থাকা কয়েকজন সেনা কর্মকর্তার নামও রয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, "২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ১০৩ জন কর্মকর্তার জন্য প্রদত্ত বাংলাদেশ পুলিশ পদক, রাষ্ট্রপতি পুলিশ পদক এবং অন্যান্য পদকগুলি প্রত্যাহার করা হলো।"

যে ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার করা হয়েছে, তাদের মধ্যে অনেকেই অবসরে গেছেন, কিছু পলাতক এবং কিছু দুর্নীতিবিরোধী কমিশনের মামলায় গ্রেফতার রয়েছেন।

এদিকে, ২৩ ফেব্রুয়ারি সরকার চারজন উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি)-কে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। যারা হলেন-নিশারুল আরিফ, আমেনা বেগম, আব্দুল কুদ্দুস আমিন এবং আজাদ মিয়া।

তাদের মধ্যে আমেনা বেগম ২০১৮ সালের নির্বাচনের সময় নরসিংদীর এসপি হিসেবে কর্মরত ছিলেন। আর নিশারুল আরিফ রাজশাহীর ডিআইজি ও সিলেট মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেছেন।

সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে তাদের অবসরে পাঠানো হয়েছে। আইনে বলা রয়েছে যে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার জনস্বার্থে তাদের অবসরে পাঠাতে পারে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, পটপরিবর্তনের পর আলোচ্য চারজনসহ মোট ৪৪ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

জানা গেছে, বিতর্কিত নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের বিষয়ে একটি তালিকা তৈরি করা হচ্ছে এবং এনিয়ে তদন্ত চলছে। বিতর্কিত অবস্থানে যাদের চাকরির বয়স ২৫ বছরের বেশি, তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। আর তুলনামূলক কম বিতর্কিত কর্মকর্তাদের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হতে পারে।

এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ২২ জেলা প্রশাসককে ২০ ফেব্রুয়ারি বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আর ১৯ ফেব্রুয়ারি বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ৩৩ কর্মকর্তাকে ওএসডি করা হয়।

মাশরুর/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে