ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

আমুকে কাঠগড়ায় বসানোর জন্য কাঠের চেয়ার

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৩:১০:৩৪
আমুকে কাঠগড়ায় বসানোর জন্য কাঠের চেয়ার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও থানার হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত শুনানি শেষে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান।

মামলার শুনানির সময়, আমুকে কাঠগড়ায় বসানোর জন্য কাঠের চেয়ার দেওয়া হয়। তিনি এই চেয়ারে বসে ২০ মিনিট ধরে শুনানি শোনেন। এ সময় তার পাশে সাবেক মেয়র আতিকুল ইসলামকে দেখা যায়, যিনি আমির হোসেন আমুর খোঁজ খবর নিচ্ছিলেন।

এদিন সকালে, আদালতে আমুসহ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-মেয়রসহ ১১ জন আসামিকে তোলা হয়। এরপর তারা কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন, এবং পরে শুনানির শেষে আমুকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হন মিজানুর রহমান। পরে তিনি মারা যান। তার বাবা কামাল হোসেনের দায়ের করা মামলার ভিত্তিতে এই গ্রেপ্তার ও বিচার কার্যক্রম চলছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে