ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

আজ রাত থেকেই বিশেষ 'ইন্টেনসিভ পেট্রোল প্রোগ্রাম' অভিযান

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১২:৫৭:৪৮
আজ রাত থেকেই বিশেষ 'ইন্টেনসিভ পেট্রোল প্রোগ্রাম' অভিযান

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় গতকাল রাতে রাজধানীবাসীর জন্য ছিল এক আতঙ্কের রাত। রোববার রাত ৮টার দিকে ধানমন্ডির শংকরে একদল তরুণ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এরপর, বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার স্বর্ণালংকার ও টাকা ছিনতাই করা হয়। এ ঘটনার পর ঢাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতার এক শঙ্কা দেখা দেয়।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহীর পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগ দেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম। সেখানে তিনি জানিয়েছেন, রাজধানীতে ছিনতাই রোধে ঢাকায় তিনটি বিশেষায়িত পুলিশ ইউনিট শিগগিরই মাঠে নামবে। এই তিন ইউনিটের মধ্যে র‍্যাব, এন্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ রয়েছে।

পুলিশের মহাপরিদর্শক জানিয়েছেন, ঢাকায় গত কয়েকদিনে দিন-রাত ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিশেষ 'ইন্টেনসিভ পেট্রোল প্রোগ্রাম' শুরু করতে যাচ্ছে পুলিশ। এই প্রোগ্রামের মাধ্যমে র‍্যাব, এন্টি টেরোরিজম ইউনিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযান শুরু হবে।

আইজি আরও বলেন, "ঢাকার অপরাধ পরিস্থিতি কিছুটা ভিন্ন ধরনের, তাই আমরা আলাদা কার্যক্রম হাতে নিয়েছি।" পাশাপাশি তিনি জানিয়েছেন, তাদের প্রধান লক্ষ্য হলো আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, তবে কিছু গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাইছে না, যা রাজনৈতিক কারণে হতে পারে। তবে তিনি মানবাধিকার আইন মেনে অপরাধীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

এখন, ঢাকার বাসিন্দাদের জন্য নিরাপত্তা আরও কঠোর করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ অভিযান চালানো হবে, যা অপরাধীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে