ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

যে কারণে দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১২:৩৬:৪৫
যে কারণে দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক দুই যুগ্ম কমিশনার, বিপ্লব কুমার সরকার ও এস এম মেহেদী হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা ২০২৩ সালের ৬ আগস্ট থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে তা অবহিত করেননি।

এ আদেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব নাসিমুল গণি।

প্রজ্ঞাপনে উল্লেখযোগ্য কিছু তথ্য:

বিপ্লব কুমার সরকার: ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ)।

এস এম মেহেদী হাসান: ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ)।

উল্লেখযোগ্য যে, এদের সাময়িক বরখাস্তের পর, বিপ্লব কুমার সরকারকে বরিশাল রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ে এবং এস এম মেহেদী হাসানকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে, শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী তাঁদের খোরপোষ ভাতা প্রাপ্য হবে।

এ পদক্ষেপটি সরকারি কর্মচারীদের শৃঙ্খলা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে