ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

দুঃসংবাদ পেলো ১০৩ পুলিশ কর্মকর্তা

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১২:২৯:৪১
দুঃসংবাদ পেলো ১০৩ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : ২০১৮ সালের বিতর্কিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ১০৩ জন পুলিশ কর্মকর্তার কাছ থেকে তাঁদের সম্মানজনক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার।

এই ১০৩ জন পুলিশ কর্মকর্তা বিশেষভাবে পরিচিত হয়ে উঠেছেন, কারণ তাঁরা ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের বাধা দেওয়ার এবং ভোট কারচুপি করার অভিযোগে অভিযুক্ত ছিলেন। তাদের ‘রাতের ভোটের কারিগর’ হিসেবেও সমালোচনা করা হয়। এই পদক প্রত্যাহারের ঘোষণাটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ১০৩ পুলিশ কর্মকর্তার অনুকূলে ২০১৮ সালের নির্বাচনে তাঁদের ভূমিকার জন্য যে পদকগুলো প্রদান করা হয়েছিল, সেগুলি প্রত্যাহার করা হলো। এর মধ্যে উল্লেখযোগ্য নাম হিসেবে সাবেক পুলিশ প্রধান (আইজিপি) আব্দুল্লাহ আল মামুনের নামও রয়েছে।

এছাড়া, দুজন পুলিশ কর্মকর্তা যারা কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, তারা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং যুগ্ম কমিশনার এস এম মেহদী হাসান, যাদেরকে বরখাস্ত করা হয়েছে।

এ পদক প্রত্যাহারের মাধ্যমে সরকারের পক্ষ থেকে বিষয়টির উপর পদক্ষেপ নেওয়া হলো, যা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে