ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

মিরপুর সিকিউরিটিজ খতিয়ে দেখবে বিএসইসি

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১০:২৯:২৩
মিরপুর সিকিউরিটিজ খতিয়ে দেখবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মিরপুর সিকিউরিটিজ লিমিটেডের (সিএসই ট্রেক নম্বর- ৫০) ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শন করতে একটি কমিটি গঠন করেছে। কমিশনটি মিরপুর সিকিউরিটিজের কার্যক্রমে কোনো অসঙ্গতি রয়েছে কি-না, তা খতিয়ে দেখবে। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসইসির গঠিত কমিটি মিরপুর সিকিউরিটিজের স্টক-ব্রোকার ও স্টক-ডিলারের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করবে। পাশাপাশি সিকিউরিটিজ আইন ও বিধিমালা অনুযায়ী প্রতিষ্ঠানটি কীভাবে কার্যক্রম পরিচালনা করছে, সে বিষয়ে মূল্যায়ন করবে। এছাড়া প্রতিষ্ঠানটির মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুসরণ করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখবে।

বিএসইসি কর্তৃক জারি করা আদেশে তিনজন কর্মকর্তাকে কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন: বিএসইসির যুগ্ম পরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মওলা, সহকারী পরিচালক সানজিদা রহমান এবং সহকারী পরিচালক ফারজানা ইয়াসমিন।

বিএসইসি মনে করছে, শেয়ারবাজার এবং সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে মিরপুর সিকিউরিটিজ লিমিটেডের কার্যক্রম পরিদর্শন করা অত্যন্ত প্রয়োজনীয়।

কেএইচ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে