ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি: সতর্ক করল প্রশাসন

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৮:৪৪:৪১
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি: সতর্ক করল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টিপূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে ২০০ টাকা কেজিতে শিয়ালের মাংস বিক্রির ঘটনা প্রকাশ্যে আসে। এই ঘটনায় বিক্রেতা খলিলুর রহমানকে প্রশাসন সতর্ক করে এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি বিকেলে খলিলুর রহমান একটি শিয়াল জবাই করে তার মাংস বিক্রি করছিলেন, কারণ স্থানীয়দের মধ্যে এমন ধারণা রয়েছে যে, শিয়ালের মাংস খেলে নানা রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তবে বিষয়টি জানাজানি হলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া তাকে দ্রুত নিজ কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে খলিলুর রহমান মাংস বিক্রির বিষয়টি স্বীকার করেন এবং পরে মুচলেকা দিয়ে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, বন্যপ্রাণী জবাই এবং তাদের মাংস বিক্রি করা বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে