ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

সিলেট কলেজের ঘটনা নিয়ে যা বললেন ঢাবি শিবির সভাপতি

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৮:৩৮:৫৩
সিলেট কলেজের ঘটনা নিয়ে যা বললেন ঢাবি শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী ছাত্রশিবির সভাপতি এস এম ফরহাদ সিলেট এমসি কলেজে ঘটে যাওয়া ঘটনার প্রতি তার প্রতিক্রিয়া জানিয়েছেন। সম্প্রতি, সিলেট এমসি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ কুয়েটের সংঘর্ষ নিয়ে একটি নিউজে কমেন্ট করেছিলেন। এরপর, তার ওপর শিবির হামলা করেছে এমন অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

এস এম ফরহাদ তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলেন, "ছাত্রশিবিরের ব্যাপারে অব্যাহত মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই। সিলেট এমসি কলেজের ঘটনায় জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক। ছাত্ররাজনীতিতে সন্ত্রাসকে কোনো সুযোগ দেওয়া হবে না।"

এই স্ট্যাটাসের মাধ্যমে শিবির সভাপতি সিলেট এমসি কলেজের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ছাত্ররাজনীতিতে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে