ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

৪৭তম বিসিএস প্রিলির সম্ভাব্য সময় জানালেন পিএসসি চেয়ারম্যান

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৬:৫৪:৩৩
৪৭তম বিসিএস প্রিলির সম্ভাব্য সময় জানালেন পিএসসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানিয়েছেন, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী জুন মাসে অনুষ্ঠিত হতে পারে। যদিও পরীক্ষা সুনির্দিষ্টভাবে কখন হবে তা এখনও চূড়ান্ত হয়নি, তবে পিএসসি ইতোমধ্যে পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ৪৭তম বিসিএসের আবেদনের সময়সীমা আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত থাকলেও, পরবর্তী সময়ে পূর্ণ কমিশনের সভায় পরীক্ষার তারিখ নিয়ে আলোচনা করা হবে। তিনি আরও বলেন, "আমাদের পরিকল্পনা হলো জুন মাসে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে, তবে বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে।"

এছাড়া, পিএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে, আবেদনের সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে