ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

এসকে সুরের ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ, সম্পত্তি জব্দ

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৬:৪০:৩৪
এসকে সুরের ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ, সম্পত্তি জব্দ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আদালত তাদের ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং দুটি ফ্ল্যাট ও আট শতাংশ জমি জব্দ করার আদেশ দিয়েছেন।

এই সম্পত্তির মধ্যে সেগুনবাগিচায় এসকে সুরের ১৫০০ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং ধানমণ্ডিতে সুপর্ণা সুরের ৪৪০০ বর্গফুটের আরেকটি ফ্ল্যাট রয়েছে। তাদের মোট ৫ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৭৯৭ টাকার অবৈধ সম্পদ রয়েছে, যা বিভিন্ন ব্যাংক হিসাব এবং স্থাবর সম্পত্তির মাধ্যমে তাদের দখলে রয়েছে।

দুদক এর আগে গত ১৪ জানুয়ারি এসকে সুরকে গ্রেপ্তার করে এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। দুর্নীতি, সরকারের রাজস্ব ফাঁকি, মানিলন্ডারিংসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে