ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

পাবলিক টয়লেট দখল করে দোকান বানালেন আ.লীগ নেতা

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৬:৩৪:২৮
পাবলিক টয়লেট দখল করে দোকান বানালেন আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক : বরগুনার বেতাগীতে একটি পাবলিক টয়লেট দখল করার ঘটনা ঘটেছে, যার ফলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন। ২০২২ সালে বেতাগী পৌরসভা বাজারের ব্যবসায়ী এবং জনসাধারণের ব্যবহারের জন্য ১২ লাখ টাকা ব্যয়ে একটি পাবলিক টয়লেট নির্মাণ করে। তবে, পাঁচ মাস আগে সেই টয়লেটটি স্থানীয় আওয়ামী লীগ নেতা মারুফ রেজা দখল করে, সেখানে দুটি দোকান ঘর নির্মাণ করেন। একটি দোকান ইতোমধ্যে ৫ বছরের জন্য ভাড়া দেওয়া হয়েছে।

মারুফ রেজা জানান, তিনি ডিসি অফিসের পরামর্শ নিয়ে এখানে দোকান করেছেন এবং দাবি করেন যে পূর্ববর্তী পৌর মেয়র তার দোকানগুলোকে অবৈধ ঘোষণা করেছিলেন। তবে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছেন, পাবলিক টয়লেটটি পুনরায় চালু করা প্রয়োজন, কারণ বাজারে আর কোনো পাবলিক টয়লেট নেই এবং এই কারণে তাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী জানিয়েছেন, তারা ইতোমধ্যে টয়লেটটি উদ্ধার করতে উদ্যোগ নিয়েছেন এবং মারুফ রেজার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে