ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মোহাম্মদপুরে রাতে যা ঘটেছিল জানাল আইএসপিআর

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৪:০৭:৩৭
মোহাম্মদপুরে রাতে যা ঘটেছিল জানাল আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে দুজনের লাশ উদ্ধার এবং পাঁচজনকে আটক করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। অভিযানের সময় সন্ত্রাসীরা একতলা ভবনের ছাদ থেকে যৌথ বাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়।

আত্মরক্ষার্থে যৌথ বাহিনী পাল্টা ব্যবস্থা নেন এবং পাঁচজন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে। তল্লাশি চালিয়ে ছাদের ওপর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের জান-মালের নিরাপত্তা রক্ষার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এনামুল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে