ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

একুশে পদকের সংশোধিত তালিকা প্রকাশ

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৮:৪২:৪৫
একুশে পদকের সংশোধিত তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের একুশে পদকের সংশোধিত তালিকা প্রকাশ হয়েছে। নতুন করে বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় আরও তিনজন একুশে পদক পাচ্ছেন। তারা হলেন— রিফাত নবী, মো. তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা। এই তিনজন মেহেদী হাসানের সঙ্গে অভ্র কী-বোর্ড তৈরিতে যুক্ত ছিলেন, যেটি তাদের সম্মাননা পেতে সহায়তা করেছে।

১৮ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একুশে পদক মনোনয়ন বাছাই সংক্রান্ত সাব-কমিটি এক তথ্য বিবরণীতে এই ঘোষণা দেয়।

সংশোধিত তালিকায় অন্যান্য পুরস্কৃতরা হলেন:

- চলচ্চিত্রে: আজিজুর রহমান (মরণোত্তর)

- সঙ্গীতে: ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), ফেরদৌস আরা

- আলোকচিত্রে: নাসির আলী মামুন

- চিত্রকলায়: রোকেয়া সুলতানা

- সাংবাদিকতায়: মাহফুজ উল্লাহ (মরণোত্তর)

- গবেষণায়: মঈদুল হাসান

- শিক্ষায়: ড. নিয়াজ জামান

- বিজ্ঞান ও প্রযুক্তিতে: মেহেদী হাসান খান (দলনেতা), রিফাত নবী, মো. তানবিন ইসলাম সিয়াম, শাবাব মুস্তাফা

- সমাজসেবায়: মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)

- ভাষা ও সাহিত্যে: হেলাল হাফিজ (মরণোত্তর), শহীদুল জহির (মো. শহিদুল হক) (মরণোত্তর)

- সাংবাদিকতা ও মানবাধিকারে: মাহমুদুর রহমান

- সংস্কৃতি ও শিক্ষায়: ড. শহিদুল আলম

- ক্রীড়ায়: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল

এছাড়া, পুরস্কৃতদের মধ্যে মরণোত্তর সম্মাননা প্রাপ্তরা সম্মাননা পাবেন তাঁদের অবদান এবং জীবনের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে