ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

সমন্বয়ক গালিবকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৮:৩৮:৩৫
সমন্বয়ক গালিবকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সিলেটের পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেটের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। ক্ষমতার অপব্যবহার এবং ছাত্রলীগের নেতাকর্মীদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগে তাকে মঙ্গলবার রাতে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

মঙ্গলবার রাতে সিলেট প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করে গালিবকে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি সিলেট মহানগর আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহিদ হাসান।

এদিকে গালিবকে অবাঞ্ছিত ঘোষণা করার পর বুধবার ফেসবুকে বিভিন্নজন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গালিব নিজেও তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন যে মহানগর কমিটিতে অনেক ভুল হয়েছিল, যার কারণে কমিটি স্থগিত করা হয়েছে এবং তা সংশোধন করে পুনরায় প্রকাশ করা হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গালিব সিলেটের বিভিন্ন জায়গায় নিজেকে "সিলেট বিভাগের সমন্বয়ক" হিসেবে পরিচয় দিচ্ছেন, অথচ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরকম কোনো বিভাগীয় পদ নেই। তারা আরও বলেন, গালিব আওয়ামী লীগ এবং ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন এবং মহানগর কমিটিতে ছাত্রলীগের নেতাদের পদ দেওয়ার মাধ্যমে ছাত্র আন্দোলনকে বিভ্রান্ত করেছেন।

এছাড়া, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন যে মহানগর কমিটিতে শতাধিক পদ থাকার পরও তাদের বিশ্ববিদ্যালয়ের মাত্র তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা এই কমিটি প্রত্যাখ্যান করেছেন এবং পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এদিকে, গালিবকে অবাঞ্ছিত ঘোষণা করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। কিছু শিক্ষার্থী বলছেন, সমন্বয়করা এখন আর শিক্ষার্থীদের কাছে বিশ্বাসযোগ্য নয়।

এই বিতর্কের মধ্যে গালিবের বিরুদ্ধে কোনো বক্তব্য পাওয়া যায়নি কারণ তার ফোন কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে