ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ঘুষের জন্য শিক্ষা কর্মকর্তার অশোভন আচরণে শোরগোল

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৮:৩৩:০৮
ঘুষের জন্য শিক্ষা কর্মকর্তার অশোভন আচরণে শোরগোল

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে কর্তব্যের অবহেলা এবং অশোভন আচরণের। অভিযোগকারী, নাজিরপুর উপজেলার ১১৮ নম্বর পূর্বভীমকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী নাসির উদ্দীন মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেনায়ারা বেগমের বিরুদ্ধে এই অভিযোগ করেন।

এমনটি জানা গেছে যে, সহকারী শিক্ষক নাসিরের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। আর্থিক দুরাবস্থার কারণে তিনি সোনালি ব্যাংকে পার্সোনাল লোনের আবেদন করতে যান এবং এর জন্য ১৬ ফেব্রুয়ারি উপজেলা শিক্ষা অফিসে গিয়ে সুপারিশের জন্য আবেদন করেন। তবে, তার একাধিক অনুরোধ সত্ত্বেও, শিক্ষা কর্মকর্তা সুপারিশে কালক্ষেপণ করেন এবং ঘুষের জন্য ইঙ্গিতপূর্ণ আচরণ করেন।

বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করার পর, শিক্ষক নাসিরের জন্য বাধ্য হয়ে ৮৯ নম্বর মধুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে ফয়সল আলমের কাছে সুপারিশের জন্য সহায়তা চান। এরপর, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মামুনুর রহমান হাওলাদারের উপস্থিতিতে তাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয় এবং সহকর্মী হিসেবে অশোভন আচরণের শিকার হন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেনায়ারা বেগম অভিযোগটি মিথ্যা এবং পরিকল্পিত বলে দাবি করেছেন। তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেছেন, তিনি এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠাবেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামালও বলেছেন, অভিযোগটি তদন্তের পর দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে