ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

চিড়া মুড়ি খাওয়ারও টাকা নাই: পলক

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৬:৩৪:৫২
চিড়া মুড়ি খাওয়ারও টাকা নাই: পলক

নিজস্ব প্রতিবেদক : অর্থসংকটে এবং মানবেতর অবস্থায় কারাগারে দিন কাটাচ্ছেন, এমনকি অন্য বন্দিদের সঙ্গে কলা ও রুটি ভাগ করে খাচ্ছেন—এমন দাবি করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা আদালতে হাজিরার সময় তিনি এসব কথা বলেন।

পলক জানান, "চিড়া-মুড়ি খাওয়ারও টাকা নেই। কারাগারে সুমনের (ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন) সঙ্গে কলা-রুটি ভাগ করে খাই।" তিনি আরও বলেন, "জেলখানার জীবন মারাত্মক, এটি শিক্ষার জীবনের অংশ। সবাইকে কমপক্ষে সাত দিন হলেও জেলে থাকা উচিত, যদি কখনো আমি কারাগার থেকে বের হতে পারি, তখনও এই কথা বলব।"

এ সময় পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে বলেন, "শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই। অতিরিক্ত কথা বললেই রিমান্ডের সময় বেড়ে যায়, তাই যত কম বলবে, তত ভালো।"

পলক তার আইনজীবী এবং সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, "আমি এতবার আদালতে আসি, যে সকালে কারাগার থেকে হাঁটতে বের হলে বন্দিরা আমাকে বলে, ‘আজ আপনার অফিস নেই?’ তারা আদালতকে আমার অফিস হিসেবেই মনে করে।"

এ সময় আদালত থেকে পুলিশের পক্ষ থেকে পলককে কথা বলতে নিষেধ করা হয়। কিন্তু পলক সাফ জানিয়ে বলেন, "আমি কোনো বেআইনি কথা বলছি না।"

এর আগে, বেলা ১১টার দিকে পলককে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে হাজির করার সময় পলককে হেলমেট, হাতকড়া এবং বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আনা হয়।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে