ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

‘বেশি কথা বললে রিমান্ড বেড়ে যেতে পারে’: পলকের সতর্কবার্তা

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৬:২৯:১৮
‘বেশি কথা বললে রিমান্ড বেড়ে যেতে পারে’: পলকের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : জুলাই মাসে অভ্যুত্থান গ্রেপ্তারের পর থেকে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রতিদিনই কোনো না কোনো মামলায় আদালতে হাজির হন। তবে যেদিন তার আদালতে উপস্থিতি প্রয়োজন হয় না, সেদিন তাকে কারাগারে হাঁটাহাঁটি করার সুযোগ মেলে। তখন অন্য বন্দিরা মজা করে বলেন, "ভাই, আজ আপনার অফিস নেই।"

এই ঘটনা ঘটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ. আজহারুল ইসলামের আদালতে, যেখানে পলককে হত্যা মামলায় হাজির করা হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, "মিথ্যা দিয়ে সত্যকে সাময়িকভাবে আড়াল করা গেলেও, সত্যের জয় অনিবার্য। ইনশাআল্লাহ।"

এদিন সকাল ১০টা ৫৮ মিনিটে সিএমএম আদালতের হাজতখানা থেকে পলককে বের করা হয়। তার গায়ে হেলমেট, হাতকড়া এবং বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। আদালতের দিকে যাওয়ার পথে তিনি বলেন, "আমাকে তো নিয়মিত আদালতে আসতে হয়। তবে যেদিন আসা লাগে না, সেদিন কারাগারে হাঁটতে বের হই। সেখানে বন্দিরা মজা করে বলে, 'আজ আপনার অফিস নেই।'"

পলক আরও বলেন, "জেল জীবন মারাত্মক। জীবনে শিক্ষার জন্য সাতদিন হলেও কারাগারে থাকা উচিত। আমি যদি কখনো কারাগার থেকে বের হতে পারি, তখনও এ কথা বলবো।"

তিনি তার আইনজীবীকে বলেন, "আপনারা যদি বেশি কথা বলেন, তাহলে রিমান্ডের সময় বেড়ে যেতে পারে, তাই অতিরিক্ত কথা বলার দরকার নেই। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।"

পরে রিয়াজ হত্যা মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পুলিশ প্রহরায় তাকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় জানা যায়, গত বছরের ৪ আগস্ট ঢাকার ধানমন্ডি সায়েন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৭ আগস্ট তার মৃত্যু হয়। তার মা, মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে