ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৩:০৮:০৭
ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নালিতাবাড়ীতে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবিদ আল হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, সৈকতকে গ্রেপ্তারের পেছনে গত বছরের ৫ আগস্ট নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই ঘটনায় নালিতাবাড়ী শহরসহ বিভিন্ন এলাকায় হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এসব ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয় এবং সাবেক ছাত্রলীগ নেতা আবিদ আল হাসান সৈকতকে আসামি করা হয়।

থানার ওসি সোহেল রানা জানিয়েছেন, গ্রেপ্তারের পর সৈকতকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে