ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

রাতে শিবির সভাপতির ফেসবুক পোস্ট

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১১:৩৪:২৬
রাতে শিবির সভাপতির ফেসবুক পোস্ট

নিজস্ব প্রতিবেদক: ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম মঙ্গলবার রাতে তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে ছাত্রদলকে সাবধান করেছেন এবং তাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "আমরা ছাত্রদলকে শত্রু মনে করি না, আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে।"

পোস্টে তিনি উল্লেখ করেন যে, ছাত্রশিবির বহুবার ছাত্রদলকে গঠনমূলক ছাত্র রাজনীতির পথে ফিরে আসার জন্য আহ্বান জানিয়ে এসেছে, কিন্তু তারা সাড়া দেয়নি। তিনি কুয়েটের ঘটনার উদাহরণ দিয়ে ছাত্রদলকে প্রশ্ন করেন, "আজকের ঘটনা আর জুলাই-আগস্টে ছাত্রলীগের কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য কোথায়?"

জাহিদুল ইসলাম ছাত্রদলকে সাবধান করে বলেন, "আপনারা যাদের পরামর্শে এগোচ্ছেন, তারা ছাত্রলীগকে যে পরিণতি দিয়েছে, আপনাদেরও একই পরিণতি আসবে।"

শেষে তিনি শুভবুদ্ধির উদয় কামনা করেন এবং বলেন, নতুবা সকল ব্যর্থতা ও পরিণতির দায় আপনাদেরই নিতে হবে। এখন আর দায় চাপানোর রাজনীতি চলে না, এই প্রজন্ম যথেষ্ট সচেতন।

তিনি বিশেষভাবে অনুরোধ করেন, ছাত্রশিবিরের উদারতাকে দুর্বলতা ভাববেন না। ছাত্রশিবির কোনো ব্যক্তি বা দলের পূজা করে না, এক আল্লাহর গোলাম হিসেবে শুধুমাত্র রবের কাছেই মাথা নত করে।

এছাড়া, তিনি ছাত্রদলকে দখলদারিত্বের মনোভাব পরিহার করে শিক্ষা এবং সেবামূলক রাজনীতির দিকে ফিরে আসতে আহ্বান জানান।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে