ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

শিক্ষার্থীদের ৫ দাবি না মানলে চলবে কঠোর কর্মসূচি

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১০:১৫:৩৪
শিক্ষার্থীদের ৫ দাবি না মানলে চলবে কঠোর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত ১৮ ফেব্রুয়ারি ছাত্রদল ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার পর শিক্ষার্থীরা ৫ দফা দাবি জানিয়েছেন এবং দাবি না মানলে আজ (১৯ ফেব্রুয়ারি) বেলা ১টার মধ্যে তাদের আন্দোলন আরও জোরদার করার হুমকি দিয়েছেন।

শিক্ষার্থীদের দাবি গুলোর মধ্যে রয়েছে:

হামলার বিচার: শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে। তারা এই হামলার ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি চান।

রাজনীতি নিষিদ্ধকরণ: শিক্ষার্থীরা চান, কুয়েটে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক এবং যারা কোনোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা: তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পাসে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনী মোতায়েন করা হোক।

আঘাতপ্রাপ্তদের চিকিৎসা ব্যয়: শিক্ষার্থীরা আহ্বান করেছেন, হামলায় আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসা খরচ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে বহন করতে হবে।

কুয়েটের উপাচার্য ড. মুহাম্মদ মাছুদ এই ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, "সব দাবিই পূর্ণ হবে, তবে বাস্তবায়নে কিছু সময় লাগতে পারে।"

শিক্ষার্থীরা বলেছেন, তাদের দাবি না মানলে আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। এর পাশাপাশি, ২ মার্চ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করারও হুমকি দিয়েছেন। তবে, হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য জরুরি সেবা এই কর্মসূচির আওতাধীন হবে না।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে