ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বৈষম্য নিরসনে ২৫ ক্যাডারের কর্মবিরতির ঘোষণা

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১০:১০:১৭
বৈষম্য নিরসনে ২৫ ক্যাডারের কর্মবিরতির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার আধাবেলা কর্মবিরতির ঘোষণা দিয়েছে ২৫টি ক্যাডারের সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশের সব দফতরে কর্মবিরতি পালিত হবে। সংগঠনটি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব সংশোধন এবং ২৫ ক্যাডারের বিভিন্ন দাবি না মানার প্রতিবাদে এই কর্মবিরতি পালন করা হবে।

সংগঠনের দাবি অনুযায়ী, পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ১৯৭৯ সালের এসএসপি পুনর্বহাল এবং মেধাভিত্তিক নিয়োগ পদ্ধতি চালু করার পাশাপাশি সকল ক্যাডারের সমতা নিশ্চিত করার জন্য সুপারিশ করা হয়েছিল। তবে প্রশাসন ক্যাডারের সদস্যদের মাধ্যমে গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে এসব দাবির প্রতিফলন হয়নি, যার ফলে বিক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এছাড়া, সম্প্রতি মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাকবিতণ্ডায় জড়ানোয় ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, কিন্তু প্রশাসন ক্যাডারের সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরখাস্তের আদেশ প্রত্যাহারের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মসূচির আওতায় ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নিজ নিজ দফতরের সামনে কালো ব্যাজ পরিধান করে অবস্থান নিতে হবে। সংগঠনটি আরও জানায়, যদি আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে তাদের দাবি পূরণে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয়, তবে ২ মার্চ পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দেওয়া হবে।

তবে, হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য জরুরি সেবা এই কর্মবিরতির আওতার বাইরে থাকবে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে