ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

স্থানীয় নির্বাচন বিতর্ক নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ২৩:২৫:৫৯
স্থানীয় নির্বাচন বিতর্ক নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক: দেশে জাতীয় সংসদ নির্বাচন আগে, নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে--তা নিয়ে চলছে ধারাবাহিক বিতর্ক। এ বিতর্ককে রাজনৈতিক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ওই বিতর্কে নির্বাচন কমিশন জড়াতে চায় না।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে নির্বাচন কমিশন সচিবালয় সম্পর্কিত অধিবেশন শেষে সিইসি এ কথা বলেন।

নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচনের জন্য ডিসিদের এখন থেকেই কাজ শুরু করা দরকার। নির্বাচনের সময় নিজ উদ্যোগে নিরপেক্ষভাবে আইনের সর্বোচ্চ প্রয়োগ করার নির্দেশনা দিয়েছে ইসি।

সম্মেলনে সিইসি, চার কমিশনার ও ইসির সিনিয়র সচিব ডিসিদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। সাধারণত জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে থাকেন জেলা প্রশাসকরা।

সম্মেলনশেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সিইসি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ডিসি সম্মেলনে কোনো আলোচনা হয়নি। ওনারা (ডিসিরা) কেউ আলোচনা তুলেননি, আমরাও তুলিনি। প্রয়োজনও মনে করিনি।’

নাসির উদ্দিন বলেন, ‘এটা নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, আপনারা দেখছেন। আমরা ওই বিতর্কের অংশীদার হতে চাই না। একটা ফয়সালা হোক, তারপর দেখা যাবে। প্রধান উপদেষ্টা (জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে) যে ঘোষণা দিয়েছেন, আমরা সে অনুযায়ী কাজ করছি।’

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে