ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জামিন পেলেন প্রিন্স মামুন,যা বললেন লায়লা

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১৮:৫২:২৭
জামিন পেলেন প্রিন্স মামুন,যা বললেন লায়লা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণের অভিযোগে মামলা করা টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক সাবেরা সুলতানা খানম শুনানি শেষে মামুনের জামিন মঞ্জুর করেন।

মামুনের জামিনের পর গণমাধ্যমে কথা বলতে গিয়ে মামলার বাদী লায়লা আখতার জানান, তিনি মামুনের ঘটনার সুষ্ঠ বিচার চান এবং ভবিষ্যতে আপোষের কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেন।

লায়লা বলেন, "ন্যায়বিচার চাওয়ার কারণেই আমি আদালতে। যত সেলিব্রেটি হোক না কেন, তার কোনো প্রভাব যেন মেয়ের জীবন নষ্ট না করতে পারে।" তিনি আরও বলেন, "আমার মামলাটি যেন উদাহরণ হয়, যাতে অন্য কেউ ভবিষ্যতে এমন অন্যায় করতে না পারে।"

এছাড়া, প্রিন্স মামুনকে আর গ্রহণ করবেন কিনা এ প্রশ্নে লায়লা বলেন, "আমাদের আপসের আর কোনো সম্ভাবনা নেই। এত বছরের সম্পর্ককে সে তার স্বার্থে অস্বীকার করেছে। তাই আমি চাই যে সুষ্ঠু বিচার হোক।"

এদিকে, ৯ জুন ক্যান্টনমেন্ট থানায় লায়লা প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মামলাটি তদন্ত শেষে গত ২৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়, এবং মামুনকে অভিযুক্ত করা হয়।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে