ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

পহেলা বৈশাখ উদযাপন নিয়ে যা জানালেন উপদেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১৮:৪৮:০৩
পহেলা বৈশাখ উদযাপন নিয়ে যা জানালেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, জানান, শিল্প-সাহিত্য চর্চা বন্ধ হয়ে যাচ্ছে এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তবে বাস্তবে এখন প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। পহেলা বৈশাখ বাঙালির একটি বড় উৎসব এবং এটি এবারও একইভাবে পালিত হবে।

তিনি বলেন, "কিছু কিছু জায়গায় সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হচ্ছে, তবে অনেক জায়গায় সফলভাবে অনুষ্ঠানও হচ্ছে। যেখানে সমস্যা, সেখানেই সমাধান করার চেষ্টা চলছে।"

ফারুকী আরও বলেন, "আমি সব কাজ ফেসবুকে ঘোষণা দিয়ে করি না। সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলা হয়, কিন্তু আমরা প্রতিটি কথার উত্তর দিতে পারি না।"

তিনি আরও জানান, "গণঅভ্যুত্থান নিয়ে বহু ডকুমেন্টারি তৈরি হয়েছে এবং এগুলি মাঠপর্যায়ের প্রশাসন ও শিল্পকলা একাডেমির মাধ্যমে প্রচারিত হচ্ছে।"

এছাড়া, ফারুকী উল্লেখ করেন যে, "বর্তমানে সাংস্কৃতিক অনুষ্ঠানের সংখ্যা আগের তুলনায় অনেক বেশি এবং এটি আমাদের জন্য একটি বড় অর্জন।"

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে