ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ডিসিদের নিয়ে যা বললেন দুই উপদেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১৭:৫৪:০১
ডিসিদের নিয়ে যা বললেন দুই উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "ডিসিরা যেন সেখান থেকে বের হয়ে এসে আইন অনুযায়ী কাজ করেন, সেই নির্দেশনা দেওয়া হয়েছে তাদের।"

ড. আসিফ নজরুল বলেন, "আইন অনুযায়ী জনগণের সেবা করাই হলো জেলা প্রশাসকদের মূল কাজ। ডিসিদের সেই আইন মেনে চলতে হবে।"

তিনি আরও জানান, ফ্যাসিস্ট সরকার ডিসিদের জনগণকে অত্যাচার এবং নিপীড়নের কাজে লাগিয়েছে, এবং ভবিষ্যতে যে কোনো সরকার ক্ষমতায় আসুক, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন ডিসিদের কখনোই জনগণকে নিপীড়নের কাজে ব্যবহার করা না হয়।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এবার নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হবে এবং ডিসিদের উপর কোনো দলীয় তকমা থাকবে না। তার মতে, ডিসিরা এবার কোনো পক্ষের প্রভাবে পরিচালিত হবেন না এবং তারা নির্ভয়ে নির্বাচন পরিচালনা করতে পারবেন। তিনি নিশ্চিত করেছেন যে, নির্বাচনের সময় যদি কোনো ডিসির বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ পাওয়া যায়, তবে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

আজ (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

রিজওয়ানা হাসান আরও বলেন, সরকারি অফিসগুলোতে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, তিনি তিস্তা প্রকল্প নিয়ে চীনের মহাপরিকল্পনার বিষয়ে মন্তব্য করেন এবং জানান যে, চীনের আগের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় নতুন পরিকল্পনা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে। ২০২৬ সালের মধ্যে এই প্রকল্পের কাজ চলবে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে