ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

পাউরুটি হাতে রাশেদ খান মেননের প্রবেশ: আদালতপাড়ায় হাস্যরস

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১৬:১৫:০০
পাউরুটি হাতে রাশেদ খান মেননের প্রবেশ: আদালতপাড়ায় হাস্যরস

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১৭ ফেব্রুয়ারি (সোমবার) আদালতে নিয়ে যাওয়া হয়, মিরপুর মডেল থানার আনোয়ার হত্যার মামলায় রিমান্ড শুনানির জন্য। এই ঘটনাটি তখন বেশ আলোচনায় আসে যখন রাশেদ খান মেনন পাউরুটি হাতে নিয়ে আদালতে প্রবেশ করেন ।

মেননের পাউরুটি হাতে নিয়ে আদালতে আসার ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে। এটি এমন একটি মুহূর্ত, যখন সকালের নাস্তা হিসেবে পাউরুটি ছাড়া আর কোনো খাবার তার হাতে ছিল না। এ সময় তিনি পায়জামা, পাঞ্জাবি ও সোয়েটার পরা ছিলেন এবং গলায় মাফলার ঝুলানো ছিল। তার পরেই জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু প্রিজনভ্যান থেকে নামেন।

এই ঘটনার পর আদালতে তাদের রিমান্ড শুনানি শুরু হয়। শুনানির পর মেনন এবং ইনু আদালতে তাদের আইনজীবীর সঙ্গে আলোচনা করেন। কাঠগড়ায় দাঁড়িয়ে তারা কিছু সময় একে অপরের সঙ্গে কথাবার্তা বলেন, এবং মেনন হাসতে হাসতে ইনুর সাথে কথা বলেন। পরে, আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই মামলার অভিযোগে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় পুলিশের গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারী নিহত হন। এরপর তার বাবা আল আমিন পাটোয়ারী হত্যা মামলার দায়ের করেন, যেখানে শেখ হাসিনাসহ ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া, আদালতে আসার সময় হাসানুল হক ইনু এক সাংবাদিকের সাথে হাস্যরসাত্মক আলাপ করেন। সাংবাদিক যখন জানতে চান, তিনি কোটাবিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন কি না, ইনু মজা করে বলেন, "যে লাউ, সেই কদু," এবং পরে বলেন, "আমি লাউ-কদু দুটিরই বিপক্ষে।"

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে