ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

আ.লীগ নেতা এনামুর রহমানের পুলিশের সামনে রহস্যময় চিঠি

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১৬:১২:১৮
আ.লীগ নেতা এনামুর রহমানের পুলিশের সামনে রহস্যময় চিঠি

নিজস্ব প্রতিবেদক : গত ১২ ফেব্রুয়ারি সাভারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় রিমান্ড শুনানিতে আদালতে হাজির থাকা অবস্থায়, আওয়ামী লীগ নেতা ডা. এনামুর রহমান পুলিশ সদস্যদের সামনে এক ব্যক্তিকে চিঠি দেন। ওই চিঠিতে তিনি তার ‘ওষুধের লিস্ট’ দিয়েছেন বলে দাবি করেন।

এদিন, আদালতে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়, যা মঞ্জুরও হয়। পরে, ১৮ ফেব্রুয়ারি রিমান্ড শেষে ডা. এনামুর রহমানকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

একটি সাংবাদিক প্রশ্ন করেন, "চিঠিতে কি বার্তা দিয়েছিলেন?" এর উত্তরে ডা. এনামুর রহমান জানান, তিনি চিঠিতে তার 'ওষুধের লিস্ট' দিয়েছেন। যখন তাকে অসুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তিনি নিশ্চিতভাবে উত্তর দেন, "হ্যাঁ, আমি অসুস্থ।"

এদিকে, এনামুর রহমানের বিরুদ্ধে আরও কিছু আলোচনা উঠে আসে। সম্প্রতি, বিভিন্ন প্রভাবশালী নেতা এবং মন্ত্রীরা টিস্যু পেপারে গোপন বার্তা পাঠানোর ঘটনায় বিতর্কের মুখে পড়েছেন। এর মধ্যে সাবেক শিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও সমালোচিত হয়েছেন। পাশাপাশি, সালমান এফ রহমানও আদালতে এসে সরকার উৎখাতের বার্তা দেওয়ার অভিযোগে আলোচনায় আসেন।

এ ছাড়া, আদালত আজই এনামুর রহমানকে হৃদয় হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে, যা তার ওপর চাপানো নানা অভিযোগের নতুন দিক তুলে ধরেছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে