ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১৩:৪৯:০৮
২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, আগামী ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ হতে পারে। যদি বৃহস্পতিবারের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না করা হয়, তবে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ডিএমটিসিএল জানায়, চাকরি বিধিমালা প্রণয়নের জন্য প্রতিষ্ঠানটি বারবার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছে, কিন্তু এখনও কাজটি সম্পন্ন হয়নি। গত পাঁচ মাসে এই বিধিমালা প্রণয়ন না হওয়ার কারণে ২০০ জনের বেশি দক্ষ কর্মকর্তা-কর্মচারী পদত্যাগ করেছেন। এতে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়তে পারে।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, যদি ২০ ফেব্রুয়ারির মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না করা হয়, তবে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ হয়ে যাবে।

আলম /

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে