ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

দলে যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলেন তথ্য উপদেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১১:৩৫:৩৯
দলে যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলেন তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, নতুন রাজনৈতিক দলে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, রাজনৈতিক দল নিয়ে আনুষ্ঠানিক চূড়ান্ত সিদ্ধান্তের আগেই অনুমানের ওপর ভিত্তি করে তথ্য ছড়িয়ে দেয়া উচিত হবে না। তবে, তিনি আশ্বস্ত করেন যে এ সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এছাড়া, সম্মেলনে জেলা প্রশাসকদের মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। জেলা প্রশাসকদের কাছে অভ্যুত্থানের তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণের ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে, এবং তারা মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করবেন।

তথ্য উপদেষ্টা আরো উল্লেখ করেন যে, পাহাড়ি এলাকায় বারবার অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, যা নেটওয়ার্ক ব্যাহত করার জন্য উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে। এছাড়া, তিনি প্রেস ক্লাবগুলোর মধ্যে চলমান গ্রুপিং বন্ধ করার জন্য উদ্যোগ নেয়ার কথা বলেন।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে