ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

শেয়ারবাজার উন্নয়নে আইসিবি’র ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ২২:০৬:৫০
শেয়ারবাজার উন্নয়নে আইসিবি’র ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ৪৩তম ব্যাচের ৩৩জন এসিস্ট্যান্ট একাউন্ট্যান্ট জেনারেল (এএজি) পদে নিয়োগকৃত কর্মকর্তাদের আইসিবি’র কার্যক্রম সম্পর্কে হাতে কলমে ধারণা লাভের উদ্দেশ্যে “বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে আইসিবি’র ভূমিকা” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) আইসিবি’র প্রধান কার্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন উক্ত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

এছাড়াও আইসিবি’র ৩টি সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ কর্পোরেশনের মহাব্যবস্থাপকরা উক্ত প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে