ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

খোশগল্পে সাংবাদিক দম্পতি: রিমান্ডের মধ্যেও ফারজানার প্রশ্ন

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৪:০৯:৫৩
খোশগল্পে সাংবাদিক দম্পতি: রিমান্ডের মধ্যেও ফারজানার প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: আদালতে তাদের রিমান্ড শুনানির সময় ফারজানা রুপা বিচারককে প্রশ্ন করেন, "হত্যা মামলা দিয়ে সাংবাদিকদের কেন হয়রানি করা হচ্ছে?" তিনি এই প্রশ্ন বিচারকের কাছে রেখে দেন, এবং সুবিচারের দাবি জানান।

কাঠগড়ায়, শাকিল ও ফারজানা একে অপরের সঙ্গে খোশগল্প করতে থাকেন। প্রথমে পুলিশ তাদের কথা বলতে নিষেধ করলে তারা তা না মেনে গল্প করতে থাকেন। একসময়, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন তাদের সঙ্গে কথা বলেন। তবে পুলিশ তাদের কথা বন্ধ করতে পারেনি।

আদালতে, পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী অভিযোগ করেন, ফারজানা ও শাকিল আন্দোলনের সময় উষ্কানি দিয়েছিলেন এবং স্বৈরাচারী সরকারকে সমর্থন করেছিলেন। তিনি বলেন, তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এর পর, ফারজানা রুপা আদালতে নিজের মতামত তুলে ধরে বলেন, "যদি উষ্কানি দেওয়ার অভিযোগ হয়, তবে তার বিরুদ্ধে মামলা দেয়া হোক।" তিনি বলেন, সাংবাদিকদের কেন হত্যা মামলায় হয়রানি করা হচ্ছে, এ বিষয়টি তিনি বিচারকের কাছে প্রশ্ন রেখেছেন।

পিপি ওমর ফারুক ফারুকী পরে বলেন, যারা গুলি করেছে তারা অপরাধী, এবং যারা সহায়তা করেছে তারাও অপরাধী। তিনি আরও উল্লেখ করেন, ফারজানা ও শাকিল শেখ হাসিনার ফ্যাসিজম প্রতিষ্ঠায় সহায়তা করেছে।

অবশেষে আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে পুলিশ তাদের আদালত থেকে নিয়ে যায়।

হাজতখানায় নিয়ে যাওয়ার সময় শাকিল আহমেদ সাংবাদিকদের বলেন, “এটা সুবিচার নয়, অবিচার। বাংলাদেশে নানা ধরনের সাংবাদিক রয়েছে। সাংবাদিকদের সুবিচার চাই।”

এছাড়া, গত ২১ আগস্ট তাদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছিল। এরপর ২২ আগস্ট তাদের হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল, এবং তারা কারাগারে আটক রয়েছেন।

আলম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে