ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

কারাগারে থেকেও বিয়ের অনুষ্ঠান চালিয়ে যেতে বললেন ইনু

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৩:৫০:২৩
কারাগারে থেকেও বিয়ের অনুষ্ঠান চালিয়ে যেতে বললেন ইনু

নিজস্ব প্রতিবেদক: হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন-এর বিরুদ্ধে আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এদিন, দুপুরে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করা হয় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন-কে। তারা মিরপুর মডেল থানার মামলায় আসামি, যেখানে অভিযোগ রয়েছে যে, গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ার নিহত হন। ৫ আগস্ট ২০২৪ তারিখে গুলির ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মামলা দায়ের করেন।

হাসানুল হক ইনু আদালতে হাজির হয়ে তার আইনজীবীকে জানান, তিনি ভাতিজির বিয়ের কথা জানিয়ে বলেন, “আমি কারাগারে আছি, কিন্তু বিয়ের অনুষ্ঠান যেন আটকে না থাকে। তাদের বলো, আমি কারাগারে থাকলেও বিয়েটা যেন করে ফেলে।” এসময় তার আইনজীবী জানান, ইনুর ভাতিজির বিয়েই হতে যাচ্ছে।

আদালতে, ইনুর আইনজীবী তার বিভিন্ন মামলার বিষয়ে বিচারকের কাছে সাফাই দেন। তিনি বলেন, “এ আন্দোলনের সময়ে ইনু এমপি ছিলেন না এবং তিনি কোনো হত্যার নির্দেশ দেননি, বরং আন্দোলনকে যৌক্তিক মনে করেছিলেন।” তিনি আরও বলেন, ইনু একসময় নামকরা ফুটবলার ছিলেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এদিকে, রাশেদ খান মেনন-এর পক্ষ থেকেও কিছু বক্তব্য শোনা যায়, তবে তিনি বলেন, "আমি আর কি বলব।"

এ ঘটনাটির সূত্রে জানা গেছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর গোল চত্বরে ৫ আগস্ট ২০২৪ গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারী নিহত হন, এবং তার বাবা এ ঘটনায় মামলা দায়ের করেন।

আলম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে