ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সেভেন সিস্টার্সসহ নেপাল, ভুটান নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১২:১৮:০২
সেভেন সিস্টার্সসহ নেপাল, ভুটান নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নতির পথে সেভেন সিস্টার্স (উত্তর-পূর্ব ভারত) ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, “নেপাল জলবিদ্যুৎ দিতে রাজি, আমরা নিতে রাজি। তবে ভারতের ৪০ কিলোমিটার পথ বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি আশা করি, ভারত তাদের স্বার্থের কারণে এই সমস্যা সমাধান করবে।”

ড. ইউনূস বলেন, “বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হতে পারে যদি প্রতিবেশী দেশগুলোর পণ্য বাংলাদেশে আসে এবং বাংলাদেশের পণ্য সেভেন সিস্টার্সসহ অন্যান্য এলাকায় পৌঁছাতে পারে।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ভৌগলিকভাবে খুবই সুবিধাজনক অবস্থানে রয়েছে, যা দেশের উন্নতি ও একটি লাভজনক অর্থনৈতিক অঞ্চল গঠনের জন্য সহায়ক হতে পারে। প্রধান উপদেষ্টা হতাশ না হয়ে ভবিষ্যতের দিকে দৃষ্টি রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসক ও অন্যান্য প্রশাসনিক সংগঠনের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

আলম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে