ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

যে কারণে ডিসেম্বর মাসের বেতন পাননি ৪০ হাজার শিক্ষক-কর্মচারী

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১১:৩৬:৩৫
যে কারণে ডিসেম্বর মাসের বেতন পাননি ৪০ হাজার শিক্ষক-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক: নতুন সিস্টেমের কারণে বেসরকারি স্কুল-কলেজের ৪০ হাজারেরও বেশি শিক্ষক-কর্মচারী এখনও ডিসেম্বর মাসের বেতন-ভাতা পাননি। এতে তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

শিক্ষকরা জানাচ্ছেন, জানুয়ারি মাস থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে তাদের বেতন প্রদান শুরু হলেও নানা জটিলতার কারণে এখনও ডিসেম্বর মাসের বেতন মেলেনি। রাজশাহীর বিনোদপুর ইসলামিয়া কলেজের শিক্ষক তসলিম আলম জানান, কয়েক মাসের ট্রায়ালের পর বেতন প্রদান শুরু হলেও এখনও ৪০ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন আটকে আছে।

মসজিদ মিশন একাডেমির অধ্যক্ষ শাহাদাত হোসেন বলেন, ইএফটি পদ্ধতির পূর্বে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বেতন দ্রুত পাওয়া যেত, কিন্তু এখন ফেব্রুয়ারি চললেও জানুয়ারি মাসের বেতনও হাতে আসেনি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেল সূত্রে জানা গেছে, বেশ কিছু শিক্ষক-কর্মচারীর তথ্য যাচাই করতে গিয়ে ডাবল এমপিও, ভুল তথ্য এবং ব্যাংক হিসাবের অমিলের বিষয়গুলো সামনে এসেছে। এসব সমস্যার সমাধান করে চলমান বেতন প্রদান প্রক্রিয়া দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

এদিকে, শিগগিরই চতুর্থ ধাপে বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ৩ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী ইতোমধ্যে ইএফটি পদ্ধতিতে বেতন পেয়েছেন। তবে, এখনও ৪০ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন মেলেনি।

আলম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে