ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী গ্রেপ্তার নেপথ্যে যে কারণ

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ০৯:১০:৪৯
সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী গ্রেপ্তার নেপথ্যে যে কারণ

নিজস্ব প্রতিবেদক: সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দা মোনালিসা গ্রেপ্তার হয়েছেন। রবিবার দিবাগত রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।

মোনালিসার বিরুদ্ধে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা এবং কয়েকটি অভিযোগে তিনটি মামলা রয়েছে। এর আগে, বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল যে, তিনি কানাডায় পালিয়ে গেছেন, তবে গ্রেপ্তার হওয়ার পর আনন্দ-উল্লাস প্রকাশ করেছেন স্থানীয়রা।

আওয়ামী লীগের নেতা এবং স্থানীয়দের অভিযোগ, ফরহাদ হোসেন এবং তার স্ত্রী মোনালিসা মেহেরপুরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এবং তারা নানা উপায়ে শোষণ করেছিলেন। মেহেরপুর জেলায় অনলাইন জুয়ার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা রাশিয়ায় পাচার করা, টেন্ডার ও নিয়োগে দুর্নীতি এবং নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

সাবেক মন্ত্রীর ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল তার ভাইয়ের দুর্নীতির অভিযোগ তুলে বলেন, ফরহাদ হোসেন ও তার স্ত্রীর কারণে তারা ঘরছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি দাবি করেন, মন্ত্রীর দুর্নীতির মাধ্যমে দুই হাজার কোটি টাকার মালিক হয়েছেন এবং তার স্ত্রীর মাধ্যমে ক্যাসিনো ও পুলিশি মাধ্যমেও কোটি কোটি টাকা উপার্জন করেছেন।

আলম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে