ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিতর্কে ফারুকীর মন্তব্য

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ০৯:০১:৪৫
বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিতর্কে ফারুকীর মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির নিষেধাজ্ঞার পর তা নিয়ে আলোচনার ঝড় উঠেছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ১৬ ফেব্রুয়ারি রাতে নিজের ফেসবুক প্রোফাইলে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, স্যানিটারি ন্যাপকিন একটি খুবই স্বাভাবিক বিষয় এবং সরকারের পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো দেশের নানা জায়গায় উইমেন হেলথ হাইজিন নিয়ে সচেতনতা সৃষ্টি করছে। এর পরিপ্রেক্ষিতে বইমেলায় এই বিতর্ক উঠা দেশের জন্য বেদনার।

ফারুকী আরও বলেন, "যেসব ভাই-বোনেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, তাদের সঙ্গে আমরা একমত।" বাংলা একাডেমি তাদের বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, আগামীকাল থেকে বইমেলা প্রাঙ্গণে মেয়েদের ওয়াশরুমের পাশে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করা হবে।

আলম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে