ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫
Sharenews24

মাতৃভাষা পদক পাচ্ছেন ৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ২১:০৫:৩৬
মাতৃভাষা পদক পাচ্ছেন ৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান উপলক্ষে তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

জাতীয় পদক-২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা, যিনি মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আন্তর্জাতিক পদক-২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন জোসেফ ড্যাভিড উইন্টার, যিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদ করেছেন এবং বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ ও প্রসারে অবদান রেখেছেন।

এছাড়া, বাংলাদেশ দূতাবাস, প্যারিস-কেও এই পদকের জন্য মনোনীত করা হয়েছে, যারা ইউনেস্কোর মাধ্যমে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদানে প্রধান ভূমিকা পালন করেছে।

পদকটি তিনটি শ্রেণিতে প্রদান করা হবে:

১. জাতীয় পদক- ভাষা সংরক্ষণ, উন্নয়ন ও গবেষণায় কৃতিত্ব দেখানো ব্যক্তি বা প্রতিষ্ঠান

২. আন্তর্জাতিক পদক- বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা মাতৃভাষা প্রসারে অবদান রেখেছেন।

প্রতি পদক হিসেবে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং ৪ লাখ টাকা (অথবা সমমূল্যের ডলার) প্রদান করা হবে।

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধান উপদেষ্টা এই পদক বিতরণ করবেন।

আলম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে