ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

যে কারণে বইমেলায় স্যানিটারি ন্যাপকিনের স্টল বন্ধ করা হলো

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ২০:৪৯:৩৬
যে কারণে বইমেলায় স্যানিটারি ন্যাপকিনের স্টল বন্ধ করা হলো

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলায় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার বিক্রির কারণে একটি স্টল বন্ধ করে দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি করেছে। মেলা পরিচালনা কমিটি জানিয়েছে, স্টলটি অনুমোদন না থাকায় বন্ধ করা হয়েছে, এর সাথে স্যানিটারি ন্যাপকিন বা ডায়াপারের কোনো সম্পর্ক নেই।

বইমেলা সংশ্লিষ্টরা জানাচ্ছেন, স্টলটি মেলার নীতিমালা লঙ্ঘন করছিল এবং অনুমোদন ছাড়াই পণ্য বিক্রি হচ্ছিল। মেলা কমিটি স্পষ্ট করে জানিয়েছে, বইমেলায় শুধু বই এবং খাবার ছাড়া অন্য কোনো পণ্য বিক্রি করা যাবে না।

স্টলটি মুক্তমঞ্চের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে রোববার বিকেলে বন্ধ করা হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্টে দাবি করা হয়েছে, ইসলামিস্ট গ্রুপের আপত্তির কারণে স্টলটি বন্ধ করা হয়েছে। মেলা সংশ্লিষ্টরা অবশ্য এটি অস্বীকার করেছেন।

এ ব্যাপারে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেছেন, "স্টলটি নীতিমালা অনুযায়ী অনুমোদন নেয়নি, তাই বন্ধ করা হয়েছে।" তবে তিনি এও জানিয়েছেন যে, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্টলটি মেলা কমিটিকে না জানিয়ে দিয়েছে।

ইভেন্ট প্রতিষ্ঠান ড্রিমার ডংকি প্রাইভেট লিমিটেডের পরিচালক রাকিব হাসান জানিয়েছেন, তারা স্যানিটারি ন্যাপকিন এবং ডায়াপারের জন্য স্টলটি দিয়েছিলেন, তবে এটি অনুমোদন না নিয়ে দেওয়া হয়েছিল।

আলম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে