ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

বৃষ্টিপাত নিয়ে নতুন তথ্য দিলেন আবহাওয়াবিদ

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ২০:১৩:৩৭
বৃষ্টিপাত নিয়ে নতুন তথ্য দিলেন আবহাওয়াবিদ

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে টানা বৃষ্টিপাতের বিষয়ে নতুন তথ্য দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি জানিয়েছেন, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে এটি একনাগাড়ে হবে না। অর্থাৎ, বৃষ্টিপাত সারাদিন ধরে অব্যাহত থাকবে না, এবং কখনো কখনো বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এছাড়া, পলাশ জানিয়েছেন যে, বৃষ্টিপাত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে শুরু হয়ে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের বিভাগগুলোতে প্রবেশ করবে এবং দেশের মধ্যাঞ্চলের বিভাগগুলোতে গিয়ে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্য অতিক্রম করবে। তবে, খুলনা বিভাগে ৪ দিন পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, অন্যদিকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগে ২ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩ দিন দেশে শুষ্ক আবহাওয়া থাকবে এবং আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। তবে, বর্ধিত ৫ দিনের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে