ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ভুয়া ফটোকার্ডের ছড়াছড়ি: পিনাকীর নতুন প্রস্তাব

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১৮:২৭:৫০
ভুয়া ফটোকার্ডের ছড়াছড়ি: পিনাকীর নতুন প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ফটোকার্ড রোধে একটি প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, বর্তমানে দেশের সংবাদমাধ্যমে ভুয়া ফটোকার্ডের বিস্তার একটি উদ্বেগজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব ফটোকার্ডে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং বিশিষ্টজনদের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

পিনাকী ভট্টাচার্য বলেন, “বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোকে সরকারের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া উচিত, যাতে তারা যে কোনো ফটোকার্ড বানাবে, তাতে মূল নিউজের একটি কিউআর কোড দেওয়া থাকে। এর মাধ্যমে ফটোকার্ডটি অথেন্টিক কিনা সহজে চেক করা যাবে। যদি এটি ভুয়া হয়, তাহলে এটি দ্রুত ধরা পড়বে।”

তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা না দিলেও সংবাদমাধ্যমগুলো নিজ উদ্যোগে এই পদ্ধতি অনুসরণ করতে পারে। এভাবে, কিছুদিন পরপর ভুয়া ফটোকার্ড নিয়ে আলাদা করে জানাতে হবে না, এবং বিভ্রান্তির পরিমাণও কমে যাবে।

পিনাকী ভট্টাচার্য নিজেও মাঝে মাঝে ফটোকার্ড দেখে বিভ্রান্ত হন, তাই তার মতে, এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা জরুরি, যাতে এমন ভুয়া তথ্য দ্রুত বন্ধ করা যায়।

আলম/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে