ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদে সদস্য হতে নতুন নির্দেশনা

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১৭:০৩:৪৫
স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদে সদস্য হতে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য হতে হলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিএ এবং এমএ পাশ হতে হবে। এই সিদ্ধান্তটি জেলা প্রশাসকদের (ডিসি) সতর্কতার সঙ্গে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডিসি সম্মেলনে বৈঠক শেষে তিনি এ বিষয়ে বিস্তারিত জানান। এছাড়া, তিনি বলেন, স্থানীয় পর্যায়ে অনেক অসমাপ্ত প্রকল্প রয়েছে, বিশেষ করে যেখানে আগের ঠিকাদাররা পালিয়ে গেছেন। এসব প্রকল্প সম্পন্ন করতে ডিসিদের যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।

ড. মাহমুদ আরও বলেন, ডিসিদের জন্য নতুন প্রকল্প নির্মাণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যেমন ব্রিজ, কালভার্ট নির্মাণ, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্প। তিনি প্রান্তিক জনপদের স্কুলগুলোর জন্য দ্রুত বই পৌঁছানোর উদ্যোগও গ্রহণ করতে বলেছেন।

আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করতে ডিসিদের এখন থেকেই প্রস্তুতি নিতে বলা হয়েছে, এবং তাদের সঠিক ভূমিকা পালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

আলম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে