ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১৬:২৫:৪৮
আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমা শেষ হয়েছে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে, যা সাদপন্থিদের জন্য অনুষ্ঠিত হয়। ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রোববার দুপুর সাড়ে ১২টার পর এই মোনাজাত শুরু হয় এবং এটি পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ, যিনি মাওলানা সাদ কান্ধলোভির বড় ছেলে। মোনাজাতে দেশ এবং বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং আত্মশুদ্ধির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়।

মোনাজাতে মুসল্লিরা ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। ইজতেমায় অংশ নিতে স্থানীয় মুসল্লি ছাড়াও আশপাশের এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা টঙ্গী ময়দানে জড়ো হন। ফজরের নামাজের পর বয়ান শুরু হয়ে বিভিন্ন খিত্তায় ঈমান-আকিদার তালিম দেওয়া হয়, যাতে মুসল্লিরা দ্বীনের দাওয়াত দেয়ার প্রস্তুতি নেন।

এছাড়া, আখেরি মোনাজাত নির্বিঘ্নে সম্পন্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বাড়তি নজরদারি বজায় রেখেছিল। মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য রেলওয়ে বিভাগ ৮টি বিশেষ ট্রেন চালু করেছিল। সাদপন্থি ইজতেমায় ৪৯টি দেশ থেকে প্রায় দেড় হাজার বিদেশি মুসল্লি অংশগ্রহণ করেন।

আলম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে