ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বেশিরভাগ শেয়ারের দর কমলেও লেনদেন বেড়েছে

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১৫:৪৩:০৪
বেশিরভাগ শেয়ারের দর কমলেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: আগেরদিন সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার ইতিবাচক থাকলেও আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার নীতিবাচক প্রবণতায় উভয় শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বেশিরভাগ কোম্পানির দাম কমলেও আগেরদিনের চেয়ে লেনদেন বেড়েছে। আগেরদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪০১ কোটি ৭৭ লাখ টাকার। বিপরীতে আজ লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৯৫ লাখ টাকার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৯৬টির এবং পরিবর্তন হয়নি ৭৫টির।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৯ পয়েন্টে। আগেরদিন সূচক বেড়েছিল ১১.৮৫ পয়েন্ট।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৮ কোটি ২৫ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩টির, কমেছে ৯১টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০১ পয়েন্টে। আগেরদিন সূচক বেড়েছিল ৪৪ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে