ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

আগে জাতীয় নির্বাচন, তারপর স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ২৩:৪১:০৫
আগে জাতীয় নির্বাচন, তারপর স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা স্পষ্টভাবে বলেছি যে, জাতীয় নির্বাচন আগে হতে হবে, এরপর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, রাজনৈতিক দলগুলো নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে দ্রুত ঐকমত্যে পৌঁছাবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে প্রধান উপদেষ্টা সংস্কারের প্রতিবেদন তুলে ধরেছেন। সেগুলোর ওপর আলোচনা হবে এবং দলগুলো প্রতিবেদন নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা করে একটি ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবে।

তিনি আরও বলেন, "আজকের প্রাথমিক আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত তুলে ধরেছে। আশা করি দ্রুতই সংস্কারের বিষয়ে ঐকমত্য তৈরি হবে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠান হবে।"

তিনি বলেন, "আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, সে বিষয়ে বিশ্ব ও দেশের মানুষের সমর্থন রয়েছে। দ্বিতীয় যাত্রার মাধ্যমে আমরা কী ধরনের বাংলাদেশ চাই, তা নির্ধারণ করা হবে।"

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে