ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বিশ্বের সমর্থন নিয়ে প্রধান উপদেষ্টার শক্তিশালী বার্তা

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ২০:২৫:৪৪
বিশ্বের সমর্থন নিয়ে প্রধান উপদেষ্টার শক্তিশালী বার্তা

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের পথে বাধা সৃষ্টি করতে একটি পক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েও কোনো সুবিধা করতে পারেনি। তিনি আরও বলেন, "যত ছোট, বড়, মাঝারি এবং ধনী রাষ্ট্র—সবাই আমাদের পক্ষে। কারও কোনো দ্বিধা নেই।"

এ মন্তব্যটি তিনি ১৫ ফেব্রুয়ারি শনিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে শেয়ার করেন। তিনি আরো বলেন, “ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। নতুন বাংলাদেশ গড়তে আইনের পরিবর্তন প্রয়োজন। তবে এটি ঐক্যের ভিত্তিতে হবে এবং কোন দল বা পক্ষের ওপর চাপিয়ে দেওয়া হবে না।”

প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সমর্থন সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন, “দেশ, দেশের জনগণ এবং রাজনৈতিক দল ছাড়াও আন্তর্জাতিকভাবে আমাদের সরকারের প্রতি সমর্থন রয়েছে, যা অন্য পক্ষকে সুবিধা নিতে দেয়নি। তারা বারবার প্ররোচনা করলেও শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়েও অপপ্রচার চালিয়ে কোনো ফল পায়নি।”

এ সময়, জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “যে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, তার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন রয়েছে। জাতিসংঘের প্রতিবেদনটি বিশ্বকে জানিয়ে দিয়েছে যে, শেখ হাসিনার নেতৃত্বে কতটা নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছে।”

বৈঠকে দেশের ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রায় ১০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন, যেখানে নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা হয়েছে।

ফারহানা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে