ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পর্ব শুরু : প্রধান উপদেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১৮:২৭:৪৪
অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পর্ব শুরু : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রথম ছয় মাসকে 'প্রথম পর্ব' হিসেবে আখ্যায়িত করেছেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, "অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো।"

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি এই মন্তব্য করেন। অধ্যাপক ইউনূস বলেন, প্রথম অধ্যায় আমরা যেভাবে কাটালাম- এটা একটা মস্তবড় শক্তি। প্রথম অধ্যায় শেষ করলাম। দ্বিতীয় অধ্যায় যদি ঠিক থাকতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আর আমার কোন চিন্তা নেই।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। এ সময়ে যেসব শক্তি আমাদের ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদের ভন্ডুল করে দেয়ার চেষ্টা করেছে, তাদেরকে সবাই মিলে সুন্দরভাবে মোকাবিলা করতে পেরেছি।

নামাজের বিরতির সময় প্রধান উপদেষ্টার এই বক্তব্য সাংবাদিকদের জানান তাঁর প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। বলা যায়, এটা প্রস্তুতিমূলক সভা।

অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ জন রাজনৈতিক ব্যক্তিত্ব অংশ নিচ্ছেন। বেলা তিনটার পরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে